#আধুনিক নগর রাস্ট্র সিঙ্গাপুরের
প্রেসিডেন্ট হালিমা বিনতে ইয়াকুব ।
পেশায় পাহারাদার মোহাম্মদ ইয়াকুবের
পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট হালিমা
জন্ম নেন ১৯৫৪ সালে । তার বয়স যখন
৮ বছর তখন পিতা দুনিয়া ত্যাগ করেন ।
মা সংসার চালাতে হোটেলে ঝিয়ের কাজ নেন। স্কুলের ফাকে হালিমা মায়ের সাথে হোটেলে প্লেট গ্লাস ধোয়ার এবং ফরমায়েশ শোনার কাজ করতে থাকেন । কিন্তু লেখাপড়া থামাতে পারেনি তাকে তাদের এই দরিদ্রতা । আইন পড়া শেষের মাধ্যমে ক্ষুধার সাথে যুদ্ধে বিজয় লাভ করেন হালিমা ।
আইন পেশা হতে ২০০১ সালে সিঙ্গাপুর পিপলস এ্যাকশন পার্টির কর্মী হিসাবে
যোগদান করে রাজনৈতিক জীবন শুরু
করেন তিনি । পরপর চারটি নির্বাচনে
জয়লাভ করে নিজের অবস্থান জানান
দেন সবাইকে খুব ভালভাবে ।
হালিমা ইয়াকুব ২০১১ সালে সামাজিক
উন্নয়ন ও যুব ক্রীড়া প্রতিমন্ত্রী নিযুক্ত হন ।
২০১৩ সালে সিঙ্গাপুরের ইতিহাসে
প্রথম নারী স্পীকার মনোনিত হয়ে
বিশ্বব্যাপী আলোচনায় চলে আসেন
সিঙ্গাপুরের এই মুসলিম মহীয়সী নারী ।
সংসদে স্পীকার হয়েই শেষ হোল না তার উত্থান । ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য স্পীকারের পদ থেকে পদত্যাগ করেন
এবং প্রেসিডেন্ট প্রার্থী হন আর প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়ে বিশ্বের সর্বাধুনিক
নগর রাস্ট্র সিঙ্গাপুরের প্রথম মুসলিম নারী
প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহন করেন
হালিমা বিনতে ইয়াকুব ।
বর্তমান সিঙ্গাপুরের এই
প্রেসিডেন্ট এক বক্তৃতায় বলেছিলেন-
"জীবনের মারাত্মক খারাপ সময়গুলোতে অনেকবার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি , কিন্তু যখন ভেবেছি যে, আমি একজন মুসলিম তখন আবার ফিরে এসেছি সে সিদ্ধান্ত থেকে । আবার নতুন করে জীবন সাজাতে শুরু
করেছি ।"
জীবন যুদ্ধে জয়ী এই নারীর
আরো সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করি । Collected
১নং বাংগড্ডা সব খবর
রবিবার, ১২ জুলাই, ২০২০
রবিবার, ৫ জুলাই, ২০২০
I Love you 2
I আই Lলাভ Yইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
**********
চাই আমি, তোমাকে ,হান্ডেট পার্সেন্ট
এই মনে রয়েছো তুমি পারমানেন্ট ।
দেখেছি তোমার, চোখের কেমেরায়
রয়েছো প্রতিসেকেন্ট
দেখেছি তোমার চোখের কেমেরায়
রয়েছো প্রতিসেকেন্ট।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
চাই আমি, তোমাকে ,হান্ডেট পার্সেন্ট
এই মনে রয়েছো তুমি পারমানেন্ট ।
দেখেছি তোমার, চোখের কেমেরায়
রয়েছো প্রতি সেকেন্ট
দেখেছি তোমার চোখের কেমেরায়
রয়েছো প্রতি সেকেন্ট।
আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জান।
আই লাভ ইউ ,আই লাভ ইউ, আই লাভ ইউ জান।
Don’t’ forget like & follow
_sk_atik_
চাঁদের বুড়ি, চরকা কাটে চাঁদের দেশে,
জীবন আমার, পাল্টে দিলে তুমি এসে
******
চাঁদের বুড়ি, চরকা কাটে চাঁদের দেশে,
জীবন আমার, পাল্টে দিলে তুমি এসে
প্রিয় থেকে আরো প্রিয় হয়ে গেলে
বড় বেশি ভালো লাগে তোমার পেলে।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
Uplod by _sk_atik_
স্বপ্ন নিয়ে আকাশ নামে মাটির বুকে ,
তোমার নামি শুনবে সুধু আমার মুখে
স্বপ্ন নিয়ে আকাশ নামে মাটির বুকে ,
তোমার নামি শুনবে সুধু আমার মুখে
তুমি তুমি অনুভবে আছো আমার
এতো দেখি তবু যেনো দেখি আবার।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
বোরহান উদ্দিন
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
**********
চাই আমি, তোমাকে ,হান্ডেট পার্সেন্ট
এই মনে রয়েছো তুমি পারমানেন্ট ।
দেখেছি তোমার, চোখের কেমেরায়
রয়েছো প্রতিসেকেন্ট
দেখেছি তোমার চোখের কেমেরায়
রয়েছো প্রতিসেকেন্ট।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
চাই আমি, তোমাকে ,হান্ডেট পার্সেন্ট
এই মনে রয়েছো তুমি পারমানেন্ট ।
দেখেছি তোমার, চোখের কেমেরায়
রয়েছো প্রতি সেকেন্ট
দেখেছি তোমার চোখের কেমেরায়
রয়েছো প্রতি সেকেন্ট।
আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ জান।
আই লাভ ইউ ,আই লাভ ইউ, আই লাভ ইউ জান।
Don’t’ forget like & follow
_sk_atik_
চাঁদের বুড়ি, চরকা কাটে চাঁদের দেশে,
জীবন আমার, পাল্টে দিলে তুমি এসে
******
চাঁদের বুড়ি, চরকা কাটে চাঁদের দেশে,
জীবন আমার, পাল্টে দিলে তুমি এসে
প্রিয় থেকে আরো প্রিয় হয়ে গেলে
বড় বেশি ভালো লাগে তোমার পেলে।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
Uplod by _sk_atik_
স্বপ্ন নিয়ে আকাশ নামে মাটির বুকে ,
তোমার নামি শুনবে সুধু আমার মুখে
স্বপ্ন নিয়ে আকাশ নামে মাটির বুকে ,
তোমার নামি শুনবে সুধু আমার মুখে
তুমি তুমি অনুভবে আছো আমার
এতো দেখি তবু যেনো দেখি আবার।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান।
মোবাইল নং,+9607926038
+8801850606937
thank you
thank you
আই লাভ ইউ' বলে প্রেম নিবেদনের দম অনেকেরই থাকেনা! কেন এমন ঘটে ,উত্তর দিচ্ছে শাস্ত্র।
প্রেম কখনোই এক কথার বিষয় নয়। বহু কথার পর প্রেম জমতে শুরু করে । আর একটা সময়ের পর আসে সেই আবেগঘন মুহূর্ত, যখন একে অপরকে বলে ফেলতেই হয় সেই 'ম্যাজিক্যাল ওয়ার্ডস'। প্রেমের প্রস্তাব দিতে গিয়ে অনেকেই বিপাকে পড়ে যান। সঠিক সময়ে 'আই লাভ ইউ' বলে ওঠা অনেকের দ্বারাই হয়না! কেন এমন হয়,তার জবাব দিচ্ছে শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র মতে , বেশ কিছু রাশির জাতক জাতিকারা সহজে প্রেমের প্রস্তাব দিতে পারেন না। কোন কোন রাশির ক্ষেত্রে এই সমস্যা হয় দেখে নিন।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
১নং বাংগড্ডা সব খবর
#আধুনিক নগর রাস্ট্র সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা বিনতে ইয়াকুব ।
#আধুনিক নগর রাস্ট্র সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা বিনতে ইয়াকুব । পেশায় পাহারাদার মোহাম্মদ ইয়াকুবের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট হাল...
-
প্রেম কখনোই এক কথার বিষয় নয়। বহু কথার পর প্রেম জমতে শুরু করে । আর একটা সময়ের পর আসে সেই আবেগঘন মুহূর্ত, যখন একে অপরকে বলে ফেলতেই হয় সেই ...
-
I আই Lলাভ Yইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান। আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ জান। ********** চাই আমি, তোমাকে ,হান্ডেট পার্সেন্ট এই মনে রয়েছো তুমি প...
-
#আধুনিক নগর রাস্ট্র সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা বিনতে ইয়াকুব । পেশায় পাহারাদার মোহাম্মদ ইয়াকুবের পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট হাল...